বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন খান, এসআই/মোঃ জসিম উদ্দিন, এএসআই/সৈয়দ আবুল হাসেম ও এএসআই/মোঃ মেজবাহ উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং ১৪/০৪/২৫ তারিখ ১৫.২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানাধীন ওয়াজেদিয়া মাদ্রাসার পিছনে বাবে জহুরের গেইটের সামনে অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ সন্ত্রাসী আসামী ১। মোঃ মিজান (৩২) ও আসামী ২। জাহিদুল ইসলাম জিসান (২৫)দ্বয়কে আটক করেন। 
আসামী মোঃ মিজান এর হেফাজত হতে ১। ১টি পিস্তলের ম্যাগাজিন, ২। ০৪ (চার) রাউন্ড পিস্তলের গুলি ও অপর আসামী জাহিদুল ইসলাম জিসান এর হেফাজত হতে ৩। ২০০ (দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট, ৪। ১ (এক) টি ছুরি, ৫। ১ (এক) টি মোটরসাইকেল এবং পলাতক আসামীদের ফেলে যাওয়া ৬। ১ (এক) টি কিরিচ উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, উক্ত আসামীদ্বয়কে গ্রেফতার করাকালীন আসামী মোঃ মিজান ও জাহিদুল ইসলাম জিসান গ্রেফতার এড়ানোর চেষ্টায় পালানোর সময় আঘাতপ্রাপ্ত হয়। যার ফলে আসামী মোঃ মিজান কে পুলিশ পাহাড়ায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আসামী জিসানকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে থানা হাজতে রাখা হয়েছে। 

আসামীরা অস্ত্রধারী দুর্ধর্ষ সন্ত্রাস ও চাঁদাবাজ। তারা অত্র এলাকায় চুরি, ছিনতাই ও চাঁদাবাজি করে সাধারণ লোকজনের মধ্যে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। ইতিপূর্বে তাদেরকে একাধিকবার অস্ত্রসহ অত্র থানায় গ্রেফতার করা হয়েছিল। আসামী মিজান এর বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, অস্ত্র, চাঁদাবাজি ও মাদক সংক্রান্তে মোট ১১ (এগার)টি মামলা রয়েছে এবং অপর আসামী জাহিদুল ইসলাম জিসান এর বিরুদ্ধে চুরি, ছিনতাই ও চাঁদাবাজি সংক্রান্তে মোট ০৭ (সাত) টি মামলা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।