সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি) স্কিমের আওতায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। একাডেমি সুপারভাইজার খালিদ মাহমুদের সঞ্চালনায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস ছালাম, খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক উম্মে হানি মলি তালুকদার, ও খাষকাউলিয়া কে.আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফী উদ্দিন এবং জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সনদ বিতরণ করেন।
শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধির পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে এসইডিপি স্কিম কার্যকর ভূমিকা রাখছে বলেও বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।