সিরাজগঞ্জে এনজিও আশা শিক্ষা কর্মসূচি'র অধীনে পাইলটিং কর্মসূচি'র আওতায় উল্লাপাড়া উপজেলার ধরইল শলী বনানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের (৬ষ্ঠ-৮শ্রেণি) অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

সিরাজগঞ্জে এনজিও আশা শিক্ষা কর্মসূচি'র অধীনে পাইলটিং কর্মসূচি'র আওতায় উল্লাপাড়া উপজেলার ধরইল শলী বনানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের (৬ষ্ঠ-৮শ্রেণি) অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ (২৩ এপ্রিল ২০২৫) বুধবার বিকেলে আশা শিক্ষা কর্মসূচি‘র অধীনে জেলার উল্লাপাড়া উপজেলার ধরইল বাজার ব্রাঞ্চের আওতাধীন শলী বনানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসওয়াদ বিন খলিল রাহাত এর সভাপতিত্বে এবং আশার সিরাজগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ারুশ শাফীর পরিচালনায় অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার এডিশনাল ডিভিশনাল ম্যানেজার জনাব মোঃ ওমর ফারুক। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন আশার সিরাজগঞ্জ (উল্লাপাড়া) জেলার এসডিএম জনাব মোঃ আব্দুল লতীফ মোল্লাহ। 
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্টার মোঃ সোহরার হোসেন, বিশ্ববিখ্যাত পরিব্রাজক মোঃ নাইমুর রহমান কামরুল, শলী বনানী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মতিয়ার রহমান সাবান ও হাজী মোঃ মকবুল হোসেন সরকার,তাড়াশ অঞ্চলের আরএম- মোঃ হামিদুল ইসলাম জিন্নাহ, উল্লাপাড়া অঞ্চলের আরএম মোঃ ওবায়দুর রহমান ও আশা ধরইল বাজার ব্রাঞ্চের বিএম- মোঃ বাকী বিল্লাহ্ আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আশা সিরাজগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলের আরএম, বিএম ও শিক্ষা সুপারভাইজারগন উপস্থিত ছিলেন। 

আশার সিরাজগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ারুশ শাফীর বক্তব্যে উপস্থাপন করেন আশা নিজস্ব অর্থায়নে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে গুনগতমান সম্পন্ন শিক্ষা সহায়তা দেয়ার লক্ষ্যে আশা সারাদেশে ১০৪৯টি ব্রাঞ্চের অধীনে ১৫৭৫০ টি পাঠদান কেন্দ্রের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৬ লক্ষ ০৫ হাজার শিক্ষার্থীকে শিখনে সহায়তা করছে।  এছাড়াও মাধ্যমিক স্তরের দরিদ্র পরিবারের পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে গুনগতমান সম্পন্ন শিক্ষা সহায়তা দেয়ার লক্ষ্যে ২০২৩ সালে পাইলটিং প্রকল্প হিসেবে সারাদেশে ১০টি মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষা কর্মসূচি চালু করা হয়। যা ২০২৪ সালে সারাদেশের প্রতিটি জেলায় ০১টি করে মোট ৬৪টি মাধ্যমিক বিদ্যালয়ে পাইলটিং আকারে বৃদ্ধি করা হয়। বর্তমানে সারাদেশের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির মোট ৫৭৬০ জন শিক্ষার্থী এ কর্মসূচির উপকারভোগী রয়েছে। আশার নিজস্ব আয় থেকে ২০২৪-২৫ অর্থ বছরে এই কর্মসূচিতে ৯৪ কোটি টাকা খরচ করে আসছে। 
সিরাজগঞ্জ জেলায় আশার ১৫টি ব্রাঞ্চে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। ১৫টি ব্রাঞ্চে মোট ১৫ জন শিক্ষা সুপারভাইজার, ২২৫ জন শিক্ষা সেবিকা ও ১ জন শিক্ষা অফিসারের সমন্বয়ে শিশু থেকে ২য় শ্রেণীর মোট ৬৭৫০ জন, ৩য় থেকে ৫ম শ্রেণির মোট ১৬১৮ জন এবং ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির মোট ৯০ জন শিক্ষার্থী এ কর্মসূচির উপকারভোগী। বর্তমানে সিরাজগঞ্জ জেলায় মোট ৮৪৫৮ জন শিক্ষার্থী আশার মাধ্যমে অতিরিক্ত শিখন সহায়তা পাচ্ছে যা পরবর্তীতে আরও বৃদ্ধি করার পরিকল্পনা আছে। 
আশা’র শিক্ষা কর্মসূচিকে কিভাবে আরো সফল করা যায় উক্ত বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন প্রধান অতিথি আশার এডিশনাল ডিভিশনাল ম্যানেজার জনাব মোঃ ওমর ফারুক। প্রধান শিক্ষক সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ 
শিক্ষার্থীদের প্রতিদিন উপস্থিতি নিশ্চিত করার জন্য সকল অবিভাবকদের প্রতি আহবান জানিয়ে ও আশা’র এমন সামাজিক উদ্দ্যোগকে সাদুবাদ জানিয়ে সার্বিক সফলতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।