গত (২৮  ফেব্রুয়ারী-২০২৫)ইং শুক্রবার বাদ জুমা সিরাজগঞ্জ শহরস্থ WF রেস্টুরেন্টে  "ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা  শাখার পূর্নাঙ্গ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মাওলানা হাবিবুল্লাহ তালুকদার , পরিচালনা করেন সাধারণ সম্পাদক   ডা: হাফিজুল  ইসলাম। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) শেখ মুহাম্মাদ আল আমিন ।

 প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এদেশের প্রতি টি যুবকের  কাছে ইসলামের  দাওয়াত পৌছিয়ে দিতে হবে এজন্য দায়িত্বশীলদের   অগ্রণী ভুমিকা পালন করতে হবে,  সেই সাথে যাকে যেই পদের দায়িত্ব দেওয়া হয়েছে, নিজেকে সেই পদের যোগ্য করে গড়ে তুলতে হবে,  মনে রাখতে হবে দায়িত্ব আসে আল্লাহ তায়ালার পক্ষ থেকে এবং তার কাছেই হিসাব দিতে হবে, এজন্য ইমানী বল এবং আমল বৃদ্ধি করতে হবে।  তিনি আরো বলেন আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন কে মাইনাস করে কেউ ক্ষমতায় যেতে পারবে না, ক্ষমতায় যেতে হবে ইসলামী আন্দোলন কে সাথে নিয়ে ই ক্ষমতায় যেতে হবে,  এজন্য আগামী নির্বাচনে ইসলামী যুব আন্দোলনের কর্মীদের কে ব্যল্ট বাক্স পাহারা দিতে হবে।  

প্রোগ্রাম শেষে  সভাপতি মাওলানা হাবিবুল্লাহ তালুকদার   ২৫ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমিটির নাম ঘোষণা করে এবং প্রধান অতিথি নতুন দায়িত্বশীলদেরকে শপথ বাক্য পাঠ করান।