মঙ্গলবার ১৮ ই মার্চ ২০২৫ সিরাজগঞ্জ পৌরসভা সম্মেলন কক্ষে এই ওয়ার্কশপ কর্মশালা সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য পৌরনির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে কমিউনিটি ওয়ার্কশপ সভা যৌথভাবে সঞ্চালনা করেন, এস এম শাহ আলম এবং মোঃ আনিসুর রহমান, (নগর পরিকল্পনাবিদ, লাইকা ফোকাল) সিরাজগঞ্জ পৌরসভা। যৌথভাবে সভা পরিচালনা করেন : মোঃ ওয়াকিমুল ইসলাম শাকিল, আই. ইউ.সি.এন.সিটি কো-অর্ডিনেটর, সিরাজগঞ্জ পৌরসভা এবং মোঃ জাওয়াদ আহম্মেদ, অ্যাসিস্ট্যান্ট রিসোর্স ম্যানেজার এম.পাওয়ার। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন, মোঃ কামরুল ইসলাম (প্রশাসক) সিরাজগঞ্জ পৌরসভা।
শুরুতে কমিউনিটি ওয়ার্কশপ সভায় উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে পরিচিতি পর্ব দিয়ে অনুষ্ঠান শুরু করেন। এরপর শুরু হয় মূল পর্ব। সিরাজগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড জানপুর এলাকার কাটাখালি , খালের বর্জ্য ব্যবস্থাপনা, নিয়ে আলোচনা শুরু হয়। উক্ত অনুষ্ঠানে বর্জ্য নিষ্কাশনের উপযুক্ত অবকাঠামোর অভাব, সচেতনতা বৃদ্ধি, কমিউনিটি অংশগ্রহণের অভাব, অনুপযুক্ত বর্জ্য নিষ্কাশন এবং দূষণ, পরিবেশগত ও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে তিনটি দলীয় আলোচনা শুরু হয়।
দখল, পানি প্রবাহে বাধা, গাছ কাটা, বনভূমি উজাড়,সবুজায়ন স্থানের অভাব, জলবায়ুর প্রভাব, আবর্জনা রক্ষণাবেক্ষণ নিয়ে, সচেতনতামূলক আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিগণ, তিনটি দলে বিভক্ত হন এবং খালের বর্জ্য নিরসন উপলক্ষে তাদের মতামত ভোটের মাধ্যমে প্রদান করেন। সবশেষে কি কি পদক্ষেপ গ্রহণ করলে খাল দখল মুক্ত হবে, বর্জ্য নিরসন হবে, এলাকায় সুষ্ঠু পরিবেশ বিরাজ করবে, এসব বিষয় নিয়ে মুক্ত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন :সিরাজগঞ্জ পৌরসভার কর্মকর্তাবৃন্দ যথাক্রমে :
মোঃ নূরনবী সরকার (নির্বাহী প্রকৌশলী),
মোঃ রফিকুল ইসলাম (পৌর নির্বাহী কর্মকর্তা),
এস এম শাহ আলম, এস.ডি,ও (সমাজ উন্নয়ন কর্মকর্তা),
এবং ডা: এ,কে,এম,ফরহাদ হোসেন। সরকারি কর্মকর্তাগণের মধ্যে ছিলেন : জনস্বাস্থ্য প্রকৌশলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা শিক্ষা অফিসার, মহিলা বিষয়ক অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, সিরাজগঞ্জ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, হারুন অর রশিদ খান হাসান এবং সিরাজগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের জানপুর এলাকার বাসিন্দাগণ উপস্থিত ছিলেন।
আয়োজক অর্গানাইজেশন হিসেবে উপস্থিত ছিলেন : মোঃ আখতারুজ্জামান রানা (জি,আই,জেড,এর প্রতিনিধি),
মোঃ ওয়াকিমুল ইসলাম শাকিল (সিটি কো-অর্ডিনেটর (আই,ইউ,সি,এন,),
মোঃ রাহাতুল ইসলাম, সিটি কো -অর্ডিনেটর (আই,ইউ,সি,এন,),, এম,পাওয়ার প্রতিনিধি: