সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
সোমবার গণমাধ্যমে দেওয়া এক নির্দেশনায় আইজিপি বলেন, "আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ রয়েছে। তাদের চিহ্নিত করা হচ্ছে এবং খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে। বাংলাদেশ পুলিশ এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে।"
তিনি আরও বলেন, “সরকার কোনো ন্যায়সঙ্গত বিক্ষোভে বাধা দেয় না। তবে, প্রতিবাদের আড়ালে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না।”
এদিকে, চার দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনেই দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
তিনি বলেন, "যখন আমরা বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরতে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছি, তখন এই হামলাগুলো একটি ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করল।"
চৌধুরী আশিক মাহমুদ আরও জানান, "এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেকেই স্থানীয় বিনিয়োগকারী, আবার কিছু বিদেশি বিনিয়োগকারী রয়েছেন, যারা বাংলাদেশের প্রতি আস্থা রেখে বিনিয়োগ করেছেন। তারা আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছিলেন। এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড দেশের কর্মসংস্থান, অর্থনৈতিক অগ্রগতি এবং সামগ্রিক স্থিতিশীলতার পরিপন্থী।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় জড়িতদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের তথ্য এবং অন্যান্য গোয়েন্দা সূত্রের সহায়তা নেওয়া হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।