সিলেট মহানগরের কাজিটুলা এলাকা থেকে ফাহিম আহমদ (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার পশ্চিমবন্দ গ্রামের মোঃ কবির আহমদ এর জ্যেষ্ঠ পুত্র।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে কাজিটুলার লোহারপাড়া এলাকার ডি ২৯ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
নিহত ফাহিম সিলেট সিটি কর্পোরেশনের পানি শাখায় কাজ করে। সে ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন বলে জানাগেছে।
সিলেট কোতোয়ালি মডেল থানা ওসি মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৯ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার কয়েক ঘণ্টা আগে সে ফেসবুক ওয়ালে লিখেছে, "সব মিলিয়ে আমি শেষ কষ্ট সহ্য করতে পারি নাই 
"। তার কথায় হতাশার ছাপ স্পষ্ট। তাই ব্যক্তিগত হতাশা থেকে তার এই অপমৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

