সরকার দলীয় প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ৬৭ হাজারের বেশী ভোটের ব্যবধানে জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুলকে পরাজিত করেছেন।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রত্যাশিত বিশাল ব্যবধানে জয় পেয়েছে আওয়ামী লীগ। সরকার দলীয় প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ৬৭ হাজারের বেশী ভোটের ব্যবধানে জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুলকে পরাজিত করেছেন। নৌকায় আনোযারুজ্জামান চৌধুরী পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৭০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাপার বাবুল লাঙল প্রতীকে পেয়েছেন প্রায় ৫১ হাজার ভোট। দুজনের ভোটের ব্যবধান ৬৭ হাজারের বেশী। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রাপ্ত ফলাফলে পরিষ্কার ব্যবধানে নৌকার জয়ের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।


সিলেট সিটি করপোরেশনের এবারের নির্বাচনে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। এবার মেয়র পদে ৮ জন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭২ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১৯০টি কেন্দ্রে মোট ভোটকক্ষ (বুথ) ১ হাজার ৩৬৪টি। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে মোট ২ হাজার ৬শ’ পুলিশ সদস্য মাঠে দায়িত্ব পালন করেছেন।