অদ্য ১৬/০৩/২০২৫ খ্রিঃ ০০.৩০ ঘটিকার সময় সোবহানীঘাট পুলিশ ফাঁড়ীর এসআই(নিরস্ত্র)/ দীপরাজ ধর প্রিন্স সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহযোগীতায় কোতোয়ালী মডেল থানাধীন মেন্দিবাগস্থ ৪নং গার্ডেন টাওয়ারের ১২তম তলায় ৪১২৪নং প্লাটে আকস্মিক অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে  ১। শামীম আহমদ (৩৪), ২। আয়েশা আক্তার (৪০), ৩। সুপ্রিয়া চৌধুরী (২২), ৪। জারা আহমদ (১৮), ৫। তানিশা বেগম (২৩), ৬। জাহানারা বেগম (৪০)‘কে আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এসএমপি এ্যাক্টের ৭৭ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।