সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।


গোপন সংবাদের ভিত্তিতে ২৮ আগস্ট ২০২৫ তারিখ রাত ১২:৩০ টার দিকে বিজিবির একটি বিশেষ টহলদল মাওলারপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় কৌশলগত অবস্থান নেয়। পরে রাত আনুমানিক ২:৫০ টার দিকে ব্রিজের পশ্চিম পার্শ্বে একটি বড়ই গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি *মেড ইন ইউএসএ* খোদাইকৃত বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক  জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অস্ত্র উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত রিভলবারটি সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।