বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সুফিসাধক সুফি মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর শিক্ষার্থীরা।

আজ দুপুর ১২টায় রাজধানীর নতুন বাজার এলাকায় ভাটারা থানার সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, সুফি মিজানুর রহমানের মতো একজন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে ভিত্তিহীন মামলা দায়ের করে তাঁর ব্যক্তিত্ব ও সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে। তাঁরা অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, সুফি মিজানুর রহমান দেশের শিক্ষা ও শিল্পখাতে এক অনন্য অবদান রেখে চলেছেন। তাঁর মতো একজন গুণী ব্যক্তির বিরুদ্ধে এমন আচরণ মেনে নেওয়া যায় না। তাঁরা বলেন, মিথ্যা মামলার মাধ্যমে একটি অপশক্তি সমাজে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে।

উল্লেখ্য, সুফি মিজানুর রহমান PHP গ্রুপের প্রতিষ্ঠাতা ও ইউআইটিএস-এর প্রধান পৃষ্ঠপোষক। তাঁর প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়ে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করেন।