আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার - আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টার এর আয়োজনে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সাথে নিয়ে ইফতার মাহফিল মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ,২০২৫,বুধবার চট্টগ্রাম সীতাকুন্ড সলিমপুর বাইপাস কালু শাহ বালিকা স্কুল সংলগ্ন মা'আরিফুল কোরআন হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয় । এটি শুধু একটি আয়োজন ছিলনা বরং ভালোবাসা ও মানবতার এক অনন্য উদ্যোগ, যেখানে আইওয়াইসিএম স্বেচ্ছাসেবকবৃন্দ এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের সাথে নিয়ে একসাথে ইফতার করে এবং একসাথে ইফতারের আনন্দ ভাগ করে নেয় সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে । এই আয়োজনে সভাপতিত্ব করেন আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও জেলা ৩১৫বি৪ বাংলাদেশের সদ্য প্রাক্তন জেলা সভাপতি লিও আতিক শাহরিয়ার সাদিফ । পুরো আয়োজনটি সমন্বয় করেন আইওয়াইসিএম চট্টগ্রামের প্রধান তত্বাবধায়ক মোঃ মহিন উদ্দিন লিটন । আয়োজনে উপস্থিত ছিলেন সহযোগী ফান্ড রাইজিং অফিসার আরমান হোসেন, সহযোগী শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক অফিসার চৈতি বড়ুয়া ,সিনিয়র কার্যনির্বাহী সদস্য মোঃ আশিকুর রহমান, মোঃ ফাহাদ রাজ মোঃ ওমর ফারুক, রেজাউল মোস্তফা, আবু বক্কর সহ ইয়ুথ স্বেচ্ছাসেবকবৃন্দ ।
আয়োজনের শুরুতে সবাইকে স্বাগত জানান মা'আরিফুল কোরআন হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসার পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম । তিনি এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার জন্য আইওয়াসিএম চট্টগ্রাম চ্যাপ্টারকে ধন্যবাদ জানান ।