০১ মার্চ ২০২৩ ইং বুধবার আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে কানামেম্বার আর্মি ক্যাম্পে এলাকায় দুর্গম পাহাড়ি প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠিদের দিনব্যাপি ফ্রি মেডিক্যাল সেবা দেওয়া হয়।

আলীকদম উপজেলায়  শতাদিক দরিদ্র গোষ্ঠিদের  মেডিকেল সেবা দেওয়া হয়েছে। কানামেম্বার ঘাট এলাকায় আলীকদম সেনা জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ  বিতরণ  করা হয়। ০১ মার্চ ২০২৩ ইং বুধবার আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে কানামেম্বার আর্মি ক্যাম্পে এলাকায় দুর্গম পাহাড়ি প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠিদের দিনব্যাপি ফ্রি মেডিক্যাল সেবা দেওয়া হয়। 

মেডিক্যাল অফিসার  ডাঃ ক্যাপ্টেন নুরুজ্জামান তূর্য‍্য (৩১ বীর) আলীকদম জোন চিকিৎসা দেন। সে সময় এলাকার গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়। আলীকদম সেনা জোন জানায় তাঁদের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহযোগিতা উন্নয়নমূলক কাজ মেডিকেল ক্যাম্পিং চলমান আছে এবং ভবিষ্যতে থাকবে।