ওই অবৈধ চুনা কারখানা দুটিতে প্রতি মাসে অন্তত ৬০ লক্ষ টাকার গ্যাস ব্যবহার করা হতো বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
শনিবার (১৩ জুলাই ) সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে এ অভিযান। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন সোনারগাঁ থানা পুলিশ ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
এ অভিযানটি পরিচালনা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব হাছিবুর রহমান।
অভিযান শেষে তিনি বলেন, 'গ্যাস রাষ্ট্রীয় সম্পদ যা অবৈধভাবে বা চুরি করে ব্যবহার করা অপরাধ। আজ আমরা সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর
গ্রামে রাস্তার এপার ওপার অভিযান চালাই। এ সময় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত তিনটি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করি।
অবৈধ ভাবে গ্যাস সংযোগ দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন কারখানাগুলো। তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান আমাদের চলমান থাকবে। যারা এই ধরনের অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, তিতাসের সোনারগাঁ জোনের ব্যবস্থাপক সৈয়দ আনোয়ারুল আজীম, প্রকৌশলী ফয়জুল ইসলাম সহ সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।