নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় জনগণের পারাপারের সুবিধার্থে দুটি ফুট ওভারব্রিজ নির্মিত থাকলেও তা জনগণের ব্যবহারের জন্য খুবই দুর্ভোগ পোহাতে হয়। 

এ ফুট ওভার ব্রিজ দুটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পশ্চিম পাশে অবস্থিত যা হাজারো হাজার মানুষের যাতায়াত ও পারাপারের মাধ্যম। তা সত্ত্বেও এ ফুট ওভারবৃষ্টি যেন হকারদের জন্যই তৈরি করা হয়েছে। সকাল ৯ টা থেকে রাত 9 টা পর্যন্ত হকারদের দখল থাকে দাপটের সাথে। জনগণের জনদুর্ভোগ তাদের চোখে পড়লেও যেন তা তাদের সুবিধার চেয়ে কিছুই না। সোনারগাঁ ডিগ্রী কলেজ হাই স্কুল প্রাইমারি স্কুল উইমেন কলেজ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা পরিষদ এসিলেন্ট সহ জরুরী সকল দফতরে যেতে এ ফুট ওভারব্রিজ ব্যবহার করতে হয়। এত জরুরী হওয়া সত্ত্বেও ফুটওভার ব্রিজ টি হকারদের দখলের কাছে অসহায়। 

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর কঠোর নিষেধাজ্ঞা ও সোনারগাঁ উপজেলা বিএনপির পক্ষ থেকে বারবার উচ্ছেদ করা হলেও কোনভাবেই কর্ণপাত হয়নি তাদের। 

এরই ধারাবাহিকতায় বুধবার ৫ মার্চ সকাল ১২ টার সময় ইউএনওর নির্দেশক্রমে সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সকল ফুটওভার ব্রিজে বসানো দোকানিদের হুশিয়ারি করে বলেন, এটি শেষবারের মতো বলা আপনারা কোনভাবেই এ ফুটওভার ব্রিজের উপর আর কোন দোকানপাট বসাবেন না এটি জনগণের জন্য উন্মুক্ত করে রাখতে হবে অন্যথায় আপনাদের মালামাল উপজেলা নির্বাহীর অফিসে জব্দ করা হবে।