আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে স্বপ্ন সোসাইটি হবিগঞ্জ কর্তৃক আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন স্বপ্ন সোসাইটির শিক্ষার্থীদের এই শিক্ষনীয় উদ্যোগ আমার মনে নাড়া দিয়েছে। এভাবে আমাদের তরুণ প্রজন্ম যদি শিক্ষনীয় উদ্যোগ গ্ৰহন করে এবং তা বাস্তবায়ন করে তাহলে আমাদের দেশ আরো এগিয়ে যাবে।স্বপ্ন সোসাইটির আজকের তরুনরাই আগামীতে নেতৃত্ব দিবে। আমাদের নতুন প্রজন্মই আমাদের আগামীর ভবিষ্যত। তাদের এই আয়োজন যেন প্রতিবছর  হয় সেই কামনা করছি।

সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ তাহমিদ ইসলাম তার বক্তব্যে বলেন আমরা বিগত পাঁচ বছরে আমরা হবিগঞ্জে‌ অনেক  সামাজিক কর্মকাণ্ড করেছি। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করেছি। এবার আমরা আমাদের নতুন প্রজন্মের জন্য শিক্ষনীয় কিছু করতে চেয়েছি। শিক্ষার্থীদের আগ্ৰহ এবং অভিভাবক, শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষের আন্তরিকতায় আমরা অনুপ্রাণিত।

সংগঠনের সভাপতি ওলিউর রহমান কাফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহরাজ উদ্দিন চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ এর উপ-পরিচালক মোহাম্মদ মুনিরুজ্জামান, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক  আব্দুল কাইয়ুম, মোহাম্মদ গোলাম মোস্তফা, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সংগঠনের উপদেষ্টা চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ,বসন্ত কুমারী গোপাল চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মোঃ নজির মিয়া, স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও‌ কুইজ প্রতিযোগিতার মূল উদ্যোক্তা সৈয়দ তাহমিদ ইসলাম, রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক জালাল আহমেদ, অরবিট কেজি এন্ড হাই স্কুলের শিক্ষক পারভীন আক্তার , স্বপ্ন সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আফছার, সাংগঠনিক সম্পাদক সাফায়াত এনাম, আরেফিন রাফি, সারোয়ার হোসেন, সদস্য আরিক হাসান প্রমুখ। পরে ২২ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭২ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।