গতকাল (৭ সেপ্টেম্বর) মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মেঘমল্লার বসু বলেন, 'আমরা আহ্বান জানাতে চাই অনাবাসিক ভাইবোনদের, আপনারা যাকে খুশি তাকে ভোট দিন। কিন্তু ৯ তারিখ প্লিজ আপনারা অবশ্যই ভোট দিতে আসবেন। আপনারা ভোট দিতে এলে এখানে যত সমীকরণ হচ্ছে, এর কিছুই দাঁড়াবে না। আপনারা ভোট দিতে এলে এখানে স্বাধীনতাবিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না।
এ সময় অনাবাসিক শিক্ষার্থীদের ভোটে উপস্থিতি নিশ্চিতের বিষয়ে বিশেষ আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আপনারা মনে রাখুন - কারা এখানে ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রামে অ্যাডভোকেট আলিফের মৃত্যুর পর জগন্নাথ হলের পাশে স্লোগান দিয়েছে "দিল্লি যাদর মামাবাড়ি- বাংলা ছাড় তাড়াতাড়ি"।
আপনারা সেই দুঃখ, সেই গ্লানি, সেই যন্ত্রণাকে মনে রাখুন।
মেঘমল্লার বসু বলেন, ডাক্তারদের নিষেধ থাকা সত্ত্বেও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে সংবাদ সম্মেলনে এসেছেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও বলেন, 'আমার আসার জায়গাটা খুব সিম্পল। আমার সহযোদ্ধারা, আমার অবর্তমানে আমার হয়ে গত ৫ দিন যে লড়াই করে গেছেন, যেভাবে শেষ মানুষটি পযর্ন্ত যে প্রচারণা, সে প্রচারণা পৌঁছে দিয়েছেন, সে কৃতজ্ঞতার জায়গা থেকে, সহযোদ্ধার জায়গা থেকে আজ আমি উপস্থিত হয়েছি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে'।
আমার উপস্থিতিতে আমার সহযোদ্ধাদের মনে যদি একফোঁটাও অনুপ্রেরণা জোগায় সেটা হবে বিশাল প্রাপ্তি। সেই সাহস যেন জোগাতে পারি, সে জায়গা থেকে আজকে আসলে এই ঝুঁকিটা নেওয়া'।
প্রসঙ্গত 'প্রতিরোধ পর্ষদ' প্যানেল থেকে শেখ তাসনিম আফরোজ (ইমি) সহ সভাপতি (ভিপি), মেঘমল্লার বসু- সাধারণ সম্পাদক (জিএস) ও জাবির আহমেদ জুবেল- সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন।