গত ৪ঠা জুলাই রোজ শুক্রবার বিকাল ৪টা নাগাদ বসা থেকে বের হলে সে আর বাসায় ফিরে আসেনি। আত্মীয় স্বজন সবার সাথে যোগাযোগ করলেও মিলেনি সোহাগীর কোনো খোঁজ।
তার নামঃ সোহাগি
বয়সঃ ১৩ বছর
উচ্চতাঃ আনুমানিক ৩ + ফুট
বাসাঃ বাঙ্গুরী দেবিদ্বার কুমিল্লা।
সোহাগীকে না পেয়ে পরিবারের অবস্থা মর্মান্তিক ভাবে দিন যাচ্ছে। বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সোহাগীর নাম প্রকাশ পেলেও মিলেনি সোহাগীর কোনও হদিস।
পরিবারের চাওয়া কোনো হৃদয়বান ব্যাক্তি যদি মেয়েটির সন্ধান পেয়ে থাকেন থাকেন তাহলে মেয়েটির মামার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।