মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় সাটুরিয়া সদর ইউনিয়ন এর ৩নং ওয়ার্ডের উত্তর কাওন্নারা গ্রামের (সওদাগর পাড়া) হযরত সৈয়দ কালু শাহ ফকির এর মাজার অবস্থিত । এখানে প্রতি বছরের ন্যায় এবারও বাৎসরিক উৎসব উরস মোবারক অনুষ্ঠিত হয়। আজ ছিলো হযরত সৈয়দ কালু শাহ ফকির এর ১৭৫ তম উরস মোবারক এর তৃতীয় ও শেষ রজনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলার যুবদলের আহবায়ক জনাব মোঃ আমীর হামজা। শ্রমিক দলের সভাপতি সাটুরিয়া উপজেলা, জনাব মিজানুর রহমান। মানিকগঞ্জ জেলা কৃষক দলের সদস্য জনাব এস কে সাদেক আলী। আরো উপস্থিত ছিলেন সাটুরিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ হুমায়ুন কবির, সাটুরিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ও মেলা পরিচালনা কমিটির সভাপতি মোঃ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক জনাব মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলম মিয়া। অনুষ্ঠানে গান পরিবেশন করেন সৈয়দ কালু শাহ শিল্পী গোষ্ঠীর শিল্পী সৈয়দা শাহিনুর সরকার, সৈয়দা স্বর্না সরকার, গানের পাখি সুর সম্রাট আনোয়ার, অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করেন মানিকগঞ্জের লালন কন্যা আকা। সৈয়দ কালু শাহ শিল্পী গোষ্ঠীর পরেই শুরু হয় বাউল গানের পর্ব, বাউল গান পরিবেশন করেন ফরিদপুরের তানিয়া সরকার ও মাদারীপুরের হেমায়েত সরকার।