নিরাপদ জ্বালানি,ভোক্তাবান্ধব পৃথিবীর”এমন প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলনে কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান,দৌলতপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,সমাজসেবা কর্মকর্তা শিউলী রানী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজ উদ্দীন,হরিণাকুণ্ডু থানার এস আই সাগর সিকদার,ইমাম পরিষদের সভাপতি মনউদ্দীন আহমেদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান প্রিন্ট এবং ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানার সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা বলেন,ভোক্তাদের অধিকার রক্ষায় উপজেলা প্রশাসন সবসময় সোচ্চার ভূমিকায় রয়েছে।
ভোক্তাদের পাশাপাশি ব্যবসায়ীদের ও সচেতন হতে হবে।যে সকল পন্য কিনবেন তার গায়ে তারিখ মেয়াদ এবং মুল্য লেখা আছে কিনা তা সঠিক নিরুপন করা এবং ভেজাল পন্য হলে তা উপজেলা প্রশাসন কে অবগত করতে হবে।পণ্য কিনে গ্রাহক হয়রানি হলে ভোক্তাধিকার আইনের মাধ্যমে প্রতিরোধ ও প্রতিকার করতে হবে।নিজে সচেতন হয়ে ভেজাল বিরোধী অভিযানকে সফল করার আহবান করা হয়।