দিনাজপুরের হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত হয়েছে। আজ দিবসটি উপলক্ষে সোমাবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার উপজেলা চত্তরে এসে একাই স্থানে শেষ হয়।

দিনাজপুরের হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত হয়েছে। আজ দিবসটি উপলক্ষে সোমাবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‍্যালি  বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার উপজেলা চত্তরে এসে একাই স্থানে শেষ হয়।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- উপজেলা ভারপ্রাপ্ত  নির্বাহী অফিসার  মোছা: লাইলা ইয়াসমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার বেগম, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর অফিসার এস এম রায়হান হোসেনসহ আরো অনেকে । আলোচনা শেষে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের হাত ধোয়ার প্রশিক্ষন দেওয়া হয়।