নিখোজ শিকারপুর ট্রলার ঘাটের মাঝি মাহাবুলকে আজ ১১ দিন শেষেও খুজে না পাওয়ায় শিকারপুর বন্দর ব্যবসায়ী ও শিকারপুরের স্থানীয় মানুষ ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ ও মানবন্ধন করেন। অত্র মানবন্ধনে হাজার লোকের সমগম হয়। নিখোজ ট্রলার চালক মাহাবুলের সন্ধান চেয়ে এলাকাবাসীর এই মানববন্ধন।
উল্লেখ্য বরিশাল জেলার উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের ট্রলার চালক মাহাবুব হাওলাদারকে বাবুগঞ্জ-উজিরপুর সন্ধ্যা নদী থেকে ৩১ জানুয়ারী রাত দশটার দিকে রাহুতকাঠী ঘাট থেকে শিকারপুর আসার পথে পথিমধ্যে ট্রলার সহ নিখোঁজ হন। তারপর গত ১১ দিনেও তার কোন সন্ধান মেলেনী। তিনি উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম মুন্ডপাশা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাহাবুল হাওলাদার শিকারপুর খেয়াঘাটে নিয়মিত পারাপারের জন্য ট্রলার চালাতেন। ঘটনার দিন ৩১ জানুয়ারি রাত ১০ টার দিকে ৮ থেকে ১০ জন যাত্রী তার ট্রলারে ওঠে। নদীর মাঝখানে পৌঁছালে হঠাৎ চিৎকার শোনা যায়। তবে আশপাশে অন্য কোনো ট্রলার না থাকায় কেউ সাহায্যের জন্য আসেনি।
নদীর পাড়ে থাকা প্রত্যক্ষদর্শী ও সজনদের ধারণা পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী ও পরে নিয়মিত একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে উভয় থানার পুলিশ অপহৃত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিকে গত বুধবার দুপুরে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম নিখোঁজ মাহবুবুর রহমানের বাড়িতে ও ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানা গেছে।