গোপালগঞ্জের রঘুনাথপুর ইউনিয়নের সিঙ্গারকুল গ্রামের পূর্ব শত্রুতার জেরে একই এলাকার মসজিদ থেকে তারাবির নামাজ পড়ারত অবস্থায় আনিছুর রহমান শেখের মাদ্রাসা পড়ুয়া ছাত্র আরিফ শেখ (১১)নামক এক শিশুকে ধরে পাশের একটি বাগানে নিয়ে হত্যার চেষ্টা করে একই এলাকার বিদেশ প্রবাসী মুরছালিন শেখ(৪৫),তার স্ত্রী মনোয়ারা বেগম ও তার শ্যালক রাসেল মুন্সী। গত শনিবার রাত আনুমানিক ৮ টায় এ ঘটনা ঘটায়্। মসজিদের পাশের বাগানে নিয়ে হত্যা চেষ্টায় ব্যর্থ হয়ে পালিয়ে যায় মুরছালিন শেখ। জানা যায় আরিফ পারকুশলী মাদ্রাসার এক জামায়েতের ছাত্র। 
এ ব্যপারে শিশু আরিফ শেখের নিকট জানতে চাইলে বলেন, আমি মসজিদে জামাতে নামাজে দাঁড়িয়েছি এমন সময় মুরছালিন শেখ মসজিদ থেকে বাহিরে আসতে বললে আমি ভয়ে বের হতে চাই নাই। ওরা আমাকে জোর করে পাশের বাগানে নিয়ে যায়। ওখানে উপস্থিত ছিল ওনার স্ত্রী ও তার শ্যালক রাসেল মুন্সী। মুরছালিন দাদা আমার মাথায় চাইনিজ কুড়াল দিয়ে কোপ দেয়। আমার দুই হাত ধরে রেখেছিল দাদি ও তার ভাই।
এ ব্যপারে ভুক্তভোগীর বাবা আনিছুর রহমান গণমাধ্যম কর্মীদের কাছে বলেন, আমার ছেলেকে ওরা হত্যা করার উদ্দেশ্য বাগানের ভিতরে নিয়ে গিয়েছিল। মুরছালিন বিদেশে থাকে বাড়িতে এসে টাকার গরমে কাউকেই কেয়ার করেনা্ পাশাপাশি সে সুদের ব্যবসা করে। ওদের উদ্দেশ্য ছিল আমার ছেলেকে হত্যা করে ওর শ্যলোকের আটোটে করে কোথাও ফেলে দেবে কারণ ও বিদেশে যাওয়ার ফ্লাইট ১২ই মার্চ। মসজিদের মুসল্লিরা আমার ছেলের চিৎকার শুনে এগিয়ে আসলে ওরা পালিয়ে যায়।আমার শিশু ছেলেটি বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমার ছেলেকে যারা হত্যা করতে চেয়েছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা গ্রহণ করা হোক।
এ ব্যপারে মামলার প্রস্ততি চলছে বলে ভুক্তভোগীর বাবা জানান।