বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামী ২৯ এপ্রিল (মঙ্গলবার) তাঁর নিজ উপজেলা মৌলভীবাজারের কুলাউড়া সফরে আসছেন। দেশব্যাপী জামায়াতে ইসলামীর ঘোষিত গণসংযোগ পক্ষ পালন কর্মসূচির অংশ হিসেবে তিনি এ সফরে অংশ নিচ্ছেন।
জানা গেছে, সফরকালে ডা. শফিকুর রহমান কুলাউড়ার বিভিন্ন ইউনিয়নে দলের দাওয়াতি ও গণসংযোগ কার্যক্রমে অংশ নেবেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টা ৩০ মিনিটে তিনি ভুকশিমইলে গণসংযোগে অংশ নেবেন। পরে সকাল ১১টা ৩০ মিনিটে অমুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন।
এছাড়া বিকাল ৫টায় পৃথিমপাশা ইউনিয়নে, সন্ধ্যা ৭টায় ব্রাহ্মণবাজার ইউনিয়নে এবং রাত ৮টা ৩০ মিনিটে ভাটেরা ইউনিয়নে দাওয়াতি সভায় বক্তব্য রাখবেন তিনি।
সফরের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো. ইয়ামীর আলী। তিনি জানান, আমীরে জামায়াতের এ সফর সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। কুলাউড়ার প্রতিটি কর্মসূচিতে স্থানীয় জনসাধারণের ব্যাপক সাড়া আশা করা হচ্ছে।
এদিকে, ডা. শফিকুর রহমানের এই সফরকে কেন্দ্র করে কুলাউড়া উপজেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।