"স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবো" এ স্লোগান কে সমনে রেখে ৫৪ তম বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমোহন উপজেলা উত্তর শাখা। এ সময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা জেলার সম্মানিত সভাপতি মো: জসিম উদ্দিন হাওলাদার ও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা জেলার সম্মানিত সাহিত্য সম্পাদক ও আরও অন্যান্য অতিথি বৃদ্ধ উপস্থিত ছিলেন এ সময় সাধারণ ছাত্রদের মাঝে স্বাধীনতার তাৎপর্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ভোলা জেলার সম্মানিত সভাপতি তিনি বলেন স্বাধীনতা অর্জনের চেয়ে ধরে রাখা কঠিন তাই দেশের সর্বভৌতম্য রক্ষায় ছাত্রদের তুলনা নেই। আরও অন্যান্য অতিথিরা আলোচনা পেশ করেন। এবং সবশেষে ৭১ ও ২৪ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা সভা শেষ হয়।