গত ২০ ডিসেম্বর আনুমানিক সন্ধ্যা ৬:২০ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার উপজেলার রেডিও কলোনি  থেকে ৩ জন ডাকাত ওয়েলকাম নামে একটি যাত্রীবাহী লোকাল বাসে উঠে যাত্রীদের সকল মালামাল লুট করে।  এ ঘটনায় শামীম নামে এক ব্যাক্তি গুরুতর আহত হলে দ্রুত তাকে জাবি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর বুকে ক্ষতের আঘাতের পরিমাণ বেশি থাকায় পরিবারে সাথে যোগাযোগ করে নিকটস্থ এনাম মেডিকেল কলেজ হসপিতালে হস্তানান্তর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান বাসটি ডাকাত দলকে জাবি এম এইচ গেটে নামিয়ে দেয় এবং ড্রাইভার নিজেও পালিয়ে যায়। বাস চালক পালিয়ে গেলেও বাসের যাত্রী সহ জাবি শিক্ষার্থীদের সহযোগিতায় বাসের হেল্পার কে আটক করা হয়েছে। রুটে চলাচলকারী যাত্রীরা জানান প্রায় প্রতিদিনি ছিন্তাইয়ের ঘটনা ঘটে সিন্ডবি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই যায়গাটিতে।
এ বিষয়ে স্থানীয় প্রসাশনকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান  জানান।