২৪ ঘণ্টার মধ্যে প্রাথমিকে ডিজির অপসারণে অল্টিমেটাম
২৮ আগস্ট , ২০২৪ ১৭:৩১মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা মহাপরিচালককে অপসারণের কারণ হিসেবে বলেন, যোগদানের পরেই তিনি ঘোষণা করেন যে, তার কক্ষে পরিচালক পদমর্যাদার নিচের কোনো কর্মকর্তা প্রবেশ করতে পারবেন না। তিনি সর্বদা কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণ করেন ও কক্ষ থেকে বের করে দেন।
কোটা ইস্যুতে নিন্দার ঝড় জাজিরা শরীয়তপুর
১৮ জুলাই , ২০২৪ ১৭:০৬বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক নিন্দার ঝর বইছে। তার ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ীদের অনেকেই প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। তারা অনতিবিলম্বে তাদের প্রিয় শিক্ষকের মুক্তির দাবি জানিয়েছেন।জানা যায়, জাজিরা পৌরসভার আক্কেল মাহমুদ মুন্সি কান্দির ফজলুর রহমান চৌকিদারের ছেলে শহিদুল ইসলাম শাওন জাজিরা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক আইসিটি শিক্ষক। ভালো আইসিটি পড়ানোয় এবং শিক্ষার্থী বান্ধব শিক্ষক হিসেবে স্থানীয়ভাবে তার ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে।
বিয়ের দাবিতে টানা হেচরায় তরুনি আহত
২ জুলাই , ২০২৪ ০৭:২০তরুণীর অভিযোগ চাচাতো বোনের দেবর সম্পর্ক থাকায় এ বারিতে ১০ বছরের বেশি সময় ধরে তিনি আসা যাওয়া এবং এরি পরিপৃক্ষিতে ১০ বছর যাবত তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ও বিবাহের প্রলোভনে শারীরিক সম্পর্ক ও হয়েছে।তারপরেও হটাত করে এই বিয়ের তারিখ শুনতে পেরে তিনি এখানে ছুটে আসেন।
পরকিয়ার জের ধরে সন্ত্রাসী হামলা
২৪ জুন , ২০২৪ ১০:৫৩২৩ জুন দিবাগত রাত ৮.৩০ মিনিটের দিকে স্বপন মাদবর ও তার খালাতো ভাই আলাউদ্দিন খন্দকারকে নিয়ে পালেরচড় এক বিয়ে বাড়িতে যাবার উদ্দেশ্যে বেড় হন।পথিমধ্যে স্বপন মাদবর, আলতাফ মুন্সির বাড়ির সন্নিকটে গিয়ে মটর সাইকেল থামিয়ে আলাউদ্দিন খন্দকারকে রাস্তায় রেখে তার পরিচিতর বাড়িতে যান কথা বলতে।এ সময় রাস্তা হতে খলিল,সানাউল্লাহ ফকির তার কয়েকজন বন্ধু মিলে আলাউদ্দিন খন্দকারকে ধরে পাশের একটি বার্ড়ির পিছনে নিয়ে মারধর ও ধারালে অস্ত দিয়ে আঘাত করেন।জীবন বাচাতে আলাউদ্দিন খন্দকার দৌড়ে আলতাফ মুন্সির বাড়িতে আশ্রয় নেন।অপর দিকে স্বপন মাদবর তার গাড়ির কাছে ফেরত এসে আলাউদ্দিন কে না পেয়ে খোজাখুজি করেন ও মুঠোফোনে ফোন দেন।পরবর্তীতে তিনি মোবাইলে জানতে পারেন ও আলাউদ্দিনকে উদ্ধার করে জাজিরা হাসপাতালে নিয়ে আসেন।
আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার
২০ জুন , ২০২৪ ১০:৩৯আইনজীবীর সহকারী, পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন মনিরুজ্জামান।তিনি বুধবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে ব্যক্তিগত চেম্বার চলে যান। রাত ৮টার দিকে তার সহকারী শহিদুল ইসলাম চেম্বারে গেলে, ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। এসময় তিনি পাশের লোকজনকে ডাক দেন। পরে একজন দরজার ওপর দিয়ে ভেতরে প্রবেশ করলে মনিরুজ্জামান ইমরানকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন। বিষয়টি পুলিশকে জানালে তারা এসে মরদেহ উদ্ধার করেন।
মাদারীপুরে ১ জন মাদক ব্যবসায়ী আটক
১২ জুন , ২০২৪ ০৬:৪৩গ্রেফতারকৃত আসামি জানান তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির পাশাপাশি মাদক ব্যবসা করে থাকেন। আজকের চালানটি তিনি কক্সবাজার থেকে মোটরসাইকেল যোগে নিয়ে আসেন। এর আগেও ঢাকায় তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে।