বিকল্পধারা বাংলাদেশের নিয়মিত সভার সমাপনী বক্তব্যে দলটির নির্বাহী প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী মেজর অবঃ আবদুল মান্নান বলেন,২০২৬ সালের জাতীয় নির্বাচনে সমমনা ও নিবন্ধিত রাজনৈতিক দলের সমন্বয়ে বিকল্প জোট গঠনের বিষয়টি আমরা জোরালোভাবে বিবেচনা করছি। তিনি বলেন,রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের কাছে জনাকাঙ্খা বদলে গেছে। চাঁদাবাজি, দখলবাজি, ভূমিদস্যুতা, জুলুম, নির্যাতন ও অনাচার মানুষ আর পছন্দ করে না,সহ্যও করে না।তাই,এসব করে গণমানুষের মন জয় করা যাবে না। তিনি আরো বলেন, বিকল্প ধারা প্রতিষ্ঠালগ্ন থেকেই সকল প্রকার সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে। আগামী দিনেও আমরা সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত রাজনীতির চর্চা অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।
গতকাল শনিবার বিকালে রাজধানীর বাড্ডাস্থ লিংক রোডের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত সাপ্তাহিক বৈঠক নির্বাহী প্রেসিডেন্ট মেজর (অবঃ) আবদুল মান্নানের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক ওয়াসিমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা ওবায়দুর রহমান মৃধা, মহসীন চৌধুরী, মোঃ আসাদুজ্জামান বাচ্চু, ডঃ আব্দুল্লাহ আল নোমান, ইঞ্জিনিয়ার শাহ আলম শাহিন প্রমুখ।
সভায় বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, জনবান্ধব খ্যাতিমান চিকিৎসক ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাঃ বি চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যে পালনের লক্ষ্যে আগামী ০৫ অক্টোবর ২০২৫ , রবিবার দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের কবর জিয়ারত, কুরআনখানি,দু'আ মাহফিল,স্থানীয় মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও আলেম ওলামাদের আপ্যায়ন এবং স্মরণসভা।১ম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের জন্য বিকল্প ধারার কেন্দ্রীয় নেতা মোঃ ওবায়দুর রহমান মৃধাকে আহ্বায়ক, মহসীন চৌধুরীকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, মোঃ ওয়াসিমুল ইসলাম, মোঃ আইনুল হক, ডঃ আব্দুল্লাহ আল নোমান,গাজী শহিদুল্লাহ কামাল ঝিল্লু, রফিকুল ইসলাম (মিস্টার ঢাকা) ও জুবরান গাজীকে যুগ্ম-আহ্বায়ক এবং মোঃ আসাদুজ্জামান বাচ্চুকে সদস্য সচিব করে ৩৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সম্মানিত সদস্যগণ হলেন মোস্তফা সারোয়ার,শাহ আলম আলমাস, আরিফুল হক সুমন, জাহাঙ্গীর আলম নিশি, শাহজাহান সিরাজ সবুজ বাঙ্গালী,এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, এএইচএম সাইফুল ইসলাম মিন্টু (চেয়ারম্যান), মোঃ আলমগীর হোসেন,মারুফ হাসান কাজল, হাবিবুর রহমান হাবিব,ইকবাল হোসেন ভূঁইয়া,সনি আদিত্য,আমিনুল ইসলাম বুলু, মাযহারুল ইসলাম শিহাব,আশরাফুল ইসলাম,হাজী মাসুদ ইসহাক পারভেজ,শ্রী লক্ষ্মন চন্দ্র মন্ডল, মোঃ জিল্লুর রহমান,ইঞ্জিনিয়ার শাহ আলম শাহিন, এডভোকেট শওকত হাসান মাসুম,মিজানুর রহমান চন্দন, সিকদার মোঃ মাসুদ রানা,হোসাইন সরকার, মোঃ আল আমিন।
তাছাড়া, গাজী শহিদুল্লাহ কামাল ঝিল্লু চেয়ারম্যানকে আহ্বায়ক,শাহ আলম আলমাসকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, জাহাঙ্গীর আলম নিশি,হাজী মাসুদ ইসহাক পারভেজ,বজলুর রহমান বেপারী,মিজানুর রহমান চন্দন, মোঃ আলমগীর হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ কবির হোসেন, মোঃ ইলিয়াস হোসেন শাওন,শেখ আব্দুল্লাহ আল মামুন,আবু জহির খান অটল, নাজির হোসেন চঞ্চল, শামীম আহমেদ,শেখ মহিউদ্দিন সায়েম ও আল মামুন মোল্লাকে যুগ্ম আহ্বায়ক এবং এএইচ এম সাইফুল ইসলাম মিন্টু চেয়ারম্যানকে সদস্য সচিব করে ২৫ সদস্যবিশিষ্ট ব্যবস্থাপনা ও আপ্যায়ন উপ-কমিটি গঠন করা হয়।
সভায় দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর বিশদ আলোচনা হয়। সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু ও জাকসুর নির্বাচনে বিজয়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।