কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি বাড়িতে ঢুকে অটোরিকশার ব্যাটারী চুরি করে পালানোর সময় এক চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে মঙ্গলবার, ১৪ জানুয়ারি রাত ১১ টায় স্থানীয় জনতা।মঙ্গলবার, ১৪ জানুয়ারি বিকাল ৩ টার দিকে করিমগঞ্জ উপজেলার দক্ষিণ আশতকা এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে,আটককৃত হলেন তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের বড়ইগাতি এলাকার বাসিন্দা স্বপন মিয়া (৩২)বাড়ির মালিক ও অটোরিকশা চালক এখলাছ জানান,তিনি তার অটোগাড়ী বাড়ির সামনে রেখে ঘরে ছিলেন।বাড়িতে তার স্ত্রী ও ছিলেন।চোর বাড়ির সামনে প্রবেশ করে অটোরিকশার ব্যাটারী চুরি করে।কিছুক্ষণ পর তার স্ত্রী,বাড়ির সামনে দেখতে পেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।এসময় তার স্ত্রীর চিৎকারে স্থানীয় লোকজন চোরকে ধাওয়া করে ওই চোরকে আটক করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে গুণধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছায়েম ভূঁইয়া রাসেল জানান,স্থানীয়রা এক চোরকে পুলিশের কাছে সোর্পদ করেছে।করিমগঞ্জ থানার এস আই আব্দুল মান্নান জানান,তাকে আটক করে থানায় নিয়ে আসছি।তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।এছাড়াও চোরের সঙ্গে থাকা একটি ছোট অটোরিকসা (৪ সিটের) উদ্ধার করা হয়েছে।