অতীত বর্তমান ভবিষ্যত

কলমে:- বাদল চৌধুরী


ফেলে আসা সবকিছুই অতীত
অতীত, শুধুই কি অতীত ?
অতীত সবার শিক্ষা গুরু,
অতীত স্মরণে আমরা অধিকহারে
সঞ্চয় করি অভিজ্ঞতা
অনুপ্রেরণা, অর্জন ও যোগান পাই,
অতীতে যেমন রয়েছে ব্যর্থতার ইতিহাস
তেমনি রয়েছে আগামী পরিকল্পিত
জীবন গঠনের সমাধান।

যা চলমান রয়েছে সবই বর্তমান
বর্তমানই অতীতকে স্মরণের নির্দেশক
ভবিষ্যত পরিকল্পনাকারী, প্রদর্শক।
অতীত স্মরণে ভবিষ্যত কল্পনে
জীবনযাপনে অস্সাভাবিকতা পরিহার,
সরল, মসৃন, তৃপ্তিতে পরিপূর্ণ দুনিয়াদারী,
আত্ম, সংসার, সমাজজীবন গঠন
সর্বত্রই রবে সীমাহীন শান্তি সমৃদ্ধি,
স্বার্থকতা পাবে সার্বজনীন জীবন ব্যবস্থা।

সামনে যাকিছু সবটাই ভবিষ্যত,
ভবিষ্যত কল্পে, চললে ফিরলে
চলমান উচ্চাভিলাষী জীবনযাপন
হতে নিজেকে সামলে,
সঞ্চয়ী হয়ে অপব্যবহার রোধে 
পরিকল্পিত জীবন সংসার পরিচালন,
লোভ লালসার উর্ধে থেকেই রয়েছে
প্রতিষ্ঠিত হওয়ার প্রকৃত সমাধান,
ভবিষ্যত সুখ সমৃদ্ধির অন্তহীন সোপান।