কোটা-বিরোধী ছাত্র আন্দোলনে বিতর্কিত অবস্থানের কারণে ঢাকা সিটি কলেজের পূর্বের অধ্যক্ষ বেদার উদ্দিন ও উপাধ্যক্ষ মোশারফ স্যার শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হলে, দায়িত্ব গ্রহণ করেন বর্তমান অধ্যক্ষ নেয়ামুল হক ও উপাধ্যক্ষ মোখলেসুর রহমান।

কোটা-বিরোধী ছাত্র আন্দোলনে বিতর্কিত অবস্থানের কারণে ঢাকা সিটি কলেজের পূর্বের অধ্যক্ষ বেদার উদ্দিন ও উপাধ্যক্ষ মোশারফ স্যার শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হলে, দায়িত্ব গ্রহণ করেন বর্তমান অধ্যক্ষ নেয়ামুল হক ও উপাধ্যক্ষ মোখলেসুর রহমান। সংবাদের গুরুত্বপূর্ণ লাইন: শিক্ষার্থীরা মর্নিং পোস্টকে বলেন, দায়িত্ব গ্রহণের পরে এই দুইজন শিক্ষক অনৈতিকভাবে বেশ কিছু শিক্ষককে ইতোমধ্যে চাকরিচ্যুত করেছেন। পরবর্তীতে এইচএসসি ২০২৫ ব্যাচের প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষার ফলাফলে অসন্তোষ থাকার কারণ দেখিয়ে অতিরিক্ত ক্লাসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে প্রথমে দুই হাজার এবং পরবর্তীতে সেটি বাড়িয়ে ৬ হাজার টাকা করে দাবি করে কলেজ কর্তৃপক্ষ। সেই সাথে গতকাল একাউন্টিং বিভাগের জাহাঙ্গীর স্যার কর্তৃক এক শিক্ষার্থীর সাথে খারাপ আচরণ করলে তার কল রেকর্ডটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে, যা সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এছাড়া শিক্ষক দ্বয়ের বিরুদ্ধে নানা রকমের আর্থিক অনিয়ম ও অভিভাবকদের সাথে মতবিনিময় এর নামে খারাপ আচরণের অভিযোগ রয়েছে।উল্লেখিত ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে বিক্ষোভের ডাক দেয় সিটি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। আজ সকাল হতে তারা দলে দলে কলেজ প্রাঙ্গণে জড়ো হতে থাকে এবং অধ্যক্ষ ও উপাধ্যক্ষ বিরোধী নানা স্লোগান দিতে শুরু করে। এ সময় বিক্ষোভকারী শিক্ষার্থীদের মাঝ থেকে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগের দাবী জানালে পরিস্থিতি মুহূর্তেই কলেজ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। এদিন শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করলেও যেকোনো রকমের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কলেজ কর্তৃপক্ষ সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ এর সাহায্য নেই। সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের যৌথ হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসলে, কলেজ কর্তৃপক্ষ আগামীকাল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় এবং অচিরেই সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সাথে আলোচনার একটি আশ্বাস প্রদান করে। কিন্তু শিক্ষার্থীরা এখনো কলেজ প্রাঙ্গনে অবস্থান করছে এবং তারা মর্নিং পোস্ট-কে জানায়, তাদের অভিযোগের ভিত্তিতে উদ্ভূত পরিস্থিতি আজই সমাধান করতে হবে।