গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদের ভেতর থেকে অনুমতি ছাড়া ৪টি গাছ কেটেছেন একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক। এ ঘটনায় তাকে মঙ্গলবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন।অভিযুক্ত ওই শিক্ষক হলেন মোঃ শাহাবুদ্দিন(৫০) তিনি কাপাসিয়া উপজেলা কমপ্লেক্স কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক। উপজেলা পরিষদের পূর্ব দিকের ফটকের কাছে এই কিন্ডারগার্টেনের অবস্থান।স্থানীয় সূত্রগুলো জানায়, উপজেলা প্রশাসন থেকে জায়গা বরাদ্ধ নিয়ে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। সেখানে স্কুল ভবনের পাশে একটি তেঁতুল, দুটি আকাশি ও একটি শিশু গাছ ছিল। এসব গাছের মধ্যে ২টি মরা। গত শুক্র, শনি ও রোববার ক্রমান্বয়ে এসব গাছ শ্রমিক দিয়ে কেটে ফেলেছেন ওই কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মো. শাহাবুদ্দিন। এ গাছ কাটার জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতি দরকার হলেও তিনি কোনো অনুমতি ছাড়াই সেগুলো কেটেছেন। এ ছাড়া সেখানে অবস্থিত আরো একটি ফলের গাছ কাটার জন্যও উদ্যোগ নিচ্ছেন ওই শিক্ষক।উপজেলা কমপ্লেক্স কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দিন গাছ কাটার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘ স্কুল ভবনের চাল গাছের জন্য নষ্ট হয়ে গেছে। ভেতরে পানি পড়ে। তাই ইউএনও সাহেবের মৌখিক অনুমতি নিয়ে গাছ কেটেছি। আরো একটি ফল গাছ কাটা দরকার। এগুলোর লিখিত অনুমতি নিতে হলে ঢাকায় যেতে হয়, দীর্ঘসূত্রিতা আছে। তাই মৌখিক অনুমতিক্রমে কেটেছি। বিষয়টি সাধারণ দৃষ্টিতে দেখবেন প্লিজ কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) একেএম লুৎফর রহমান জানান, আমি ঘটনাটি শুনেছি। কোনো মৌখিক অনুমতি দেওয়া তো দুরের কথা,এ বিষয়টি আমি একদম জানতাম না। গাছ কাটার ঘটনার ওই শিক্ষককে কারণ দর্শাতে বলা হয়েছে।