২৮ হাজার৭৫০টাকা গুছিয়ে একটি বাক্সে রেখে দিয়েছিলাম। আমার বড় ফুফর ছেলের ছেলে, তার বাড়ি বার্রা নিত্নদনপুর,বাঘারপাড়া, যশোর। আমাদের বাড়ি বেড়াতে এসে সকল টাকা চুরি করে পালিয়ে গেছে।

নড়াইল সদর উপজেলা তুলারামপুরে মোঃকাসেদ মোল্লা (৪৫)গত ৩মাস যাবত, বাম পায়ে আঘাত জনিত কারনে, খুলনা মেডিকেলে ভর্তি আছেন,,উন্নত চিকিৎসার জন্য ডক্টর বলেছেন অপারেশন করা খুবই গুরুত্বপূর্ণ, তাতে খরচ হবে প্রায় ১লক্খ টাকা। ডাঃ সাথে কথা বলে ৩০হাজার টাকায় অপারেশন করা,ও বাকি টাকটা পরে দিবে,এই সিদ্ধান্তে ১৮/০৭/২০২২ অপারেশন করবে,,কাসেদ মোল্লার বড় ছেলে মর্নিং পোস্ট জানায়,আমার আব্বার জন্য, অনেক কষ্টে ২৮ হাজার৭৫০টাকা গুছিয়ে একটি বাক্সে রেখে দিয়েছিলাম।আমার বড় ফুফর ছেলের ছেলে, তার বাড়ি বার্রা নিত্নদনপুর,বাঘারপাড়া, যশোর। আমাদের বাড়ি বেড়াতে এসে সকল টাকা চুরি করে পালিয়ে গেছে। অনেক খোজাখুজি করে ও লাভ হয়নি। শেষ সম্বল টুকু আজ হারিয়ে সর্ব শান্ত হয়ে গেছি,এখন বিত্তবান শ্রেণির মানুষের কাছ থেকে সহযোগিতার আশাবাদী।