১৫/০৪/২০২৫ইং তারিখে অপারেশন ডেভিলহান্টে মোট গ্রেফতার হয়েছে ৭১ জন

গতকাল ১৫/০৪/২০২৫ইং তারিখে অপারেশন ডেভিলহান্টে মোট গ্রেফতার হয়েছে ৭১ জন। দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইন জানিয়েছেন যেঅপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছে  গাইবান্ধা সদর এমপি ও গাইবান্ধা জেলা আওয়ামী এর সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবির (৫০), পিতা- শাহ  ফিরোজ কবিরমাতা- জাহানারা বেগম,  স্থায়ী ঠিকানা:- সাং- ডেভিট কোম্পানিপাড়াথানাগাইবান্ধা সদর, জেলা:- গাইবান্ধা কে করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো আনোয়ার হোসেন (ক্রাইম এন্ড অপসএবং ডিবির চৌকোষ টিম দিনাজপুর সদর থানাধীন ঈদগা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে তাকে গ্রেফতার করে

 

গ্রেফতারকৃত আসামের বিরুদ্ধে গাইবান্ধা জেলায় দুটি চলমান মামলা আছে

এফ আই আর নং-১৫ তারিখ ২৬/০৮/২০২৪ জি আর নং ২১৮ ধারা ১৪৩/৪৪৮/৩০৭/৩৮০/৪২৭/৪৩৫/৪৩৬/৫০/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ তৎসহ ১৯০৮ সালের সালের বিস্ফোরক  আইনের ৩/

এফ আই আর নং-১০ তারিখ ১৮/০৮/২০২৪ জি আর নং ২১৩ ধারা ১৪৩/৪৪৮/৩০৭/৪২৭/৪৩৫/৪৩৬/৫০৬/১১ পেনাল কোড ১৮৬০ তৎসহ ১৯০৮ সালের সালের বিস্ফোরক  আইনের ৩/

উক্ত আসামীকে গাইবান্ধা জেলার সদর থানার এফআইআর নাম্বার ১৫তাং ২৬/০৮/২০২৪ ইং মুলে অধিযাচন পত্রের ভিত্তিতে গ্রেফতার করা হয়

আজকে ১৬/০৪/২০২৫ইং তারিখে উক্ত আসামিকে গাইবান্ধা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়