১৮ ফেব্রুয়ারি রাতে 'অপারেশন ডেভিল হান্ট' এর মাধ্যমে এক সফল অভিযানে জামালপুর সদর থানাধীন শরীফপুর এলাকা থেকে সাকিবুল আহসান (২৬), পিতা: আব্দুল গনি, পাথালিয়া, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতার হয়েছেন:

শফিকুল ইসলাম ছানোয়ার (৪৫), পিতা: মোঃ ফজলুল হক, সাং: শাহবাজপুর (টানপাড়া)
তাওহীদুল ইসলাম স্বপ্নিল (৩০), পিতা: মৃত শফিকুল ইসলাম, সাং: আমলাপাড়া
মোঃ সাজ্জাদুল করিম (৪৫), পিতা: শামসুদ্দিন আকন্দ, সাং: বৈঠামারি, থানা ও জেলা: জামালপুর
কেএম রাজিব হাসান (৪৫), পিতা: কেএম সোবহান, সাং: দেওয়ানপাড়া
আহাদ আলী (৪৫), পিতা: মৃত শরাফত আলী, সাং: শংকরপুর, খানা: ইসলামপুর, জেলা: জামালপুর
মোঃ হাবিবুল্লা (৫৩), পিতা: মৃত আব্দুস সামাদ, মাতা: মোছাঃ জহুরা বেগম, সাং: শিংভাঙ্গা সরকারপাড়া, এ/পি: পশ্চিম ভেঙ্গুরা, থানা: ইসলামপুর, জেলা: জামালপুর
মোঃ হেলাল উদ্দিন (৪৫), পিতা: মোঃ মনসুর আলী, সাং: ভাঙ্গুনীডাঙ্গা, খানা: মেলান্দহ, জেলা: জামালপুর
মোঃ শাহজাহান্নৎ সাজু মাষ্টার (৫৪), পিতা: মৃত কলিম উদ্দিন, সাং: কাজিরপাড়া, থানা: মেলান্দহ, জেলা: জামালপুর
মো. হাফিজুর রহমান (৪৮), পিতা: মৃত আব্দুর রহমান মন্ডল, মাতা: মোছা: হামিদন বেগম, সাং: পাটাদহ, খানা: মাদারগঞ্জ, জেলা: জামালপুর
ইসমাইল হোসেন স্বপন (৪২), পিতা: মৃত খোরশেদ আলী মন্ডল, মাতা: আনোয়ারা বেগম, সাং: পশ্চিমপাড়া নামাপাড়া, থানা: বকশীগঞ্জ, জেলা: জামালপুর
মোঃ এরশাদ হোসেন (৪০), পিতা: মফিজল হক, মাতা: মোহাঃ শামছুন্নাহান, সাং: মালিরচর নয়াপাড়া, থানা: বকশীগঞ্জ, জেলা: জামালপুর
মোঃ নাজিম উদ্দিন (২৪), পিতা: আঃ মান্নান, মাতা: নাজমা বেগম, সাং: খোশালপুর চড়িয়াপাড়া, খানা: শ্রীবর্দী, জেলা: শেরপুর

জামালপুর জেলার আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এই সফলতা অর্জিত হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জামালপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে, বিশেষ ক্ষমতা আইনসহ অন্যান্য ধারায়।

এছাড়া, গ্রেফতারকৃত আসামী ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সরকার বিরোধী প্রচার ও প্ররোচনা চালাচ্ছিল। তিনি জামালপুর জেলা আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার পাশাপাশি বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করতে জামালপুর জেলাসহ দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিমূলক ছবি ও ভিডিও শেয়ার করে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছিল। ধৃত আসামী একটি পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর এবং দেশ বিরোধী ষড়যন্ত্রকারী গ্রুপের সক্রিয় সদস্য।

এই গ্রেফতার জামালপুর জেলার নিরাপত্তা ও শান্তি ফিরিয়ে আনার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জামালপুর জেলার আইনশৃঙ্খলা বাহিনী 'অপারেশন ডেভিল হান্ট' এর মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে এবং ন্যায়বিচার নিশ্চিত করবে। জামালপুর জেলার আইনশৃঙ্খলা বাহিনী অপরাধ দমনে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন।