অবকাশ যাপনে প্রিয়জনদের সাথে স্বপ্নের সুমুদ্র সৈকত যেতে কার না মন চায় কিন্তু রাজশাহী থেকে কক্সবাজার এর দুরুত্ব ৬৪০কিমি তাই ইচ্ছা থাকলেও সড়ক পথে প্রায় ১২ থেকে ১৪ ঘন্টার এই সময়টা অনেকের জন্যই হয়ে উঠে কষ্টের,আর এই কষ্টে গ্লানি মুছে দিতেই চালু হচ্ছে রাজশাহী টু কক্সবাজার রুটে বিমান চলাচল,
সম্প্রতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ-এ এইচ এম খায়রুজ্জামান লিটন বেসরকারি বিমান কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনার পর এই সুখবর দেন। তিনি বলেন সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসের প্রতি সপ্তাহে একটি ফ্লাইট রাজশাহী টু কক্সবাজার যাওয়া আসার মধ্যে দিয়ে এই রুটে বিমান চলাচল শুরু হবে।ভ্রমন পিয়াসু যাত্রীদের রাজশাহি টু কক্সবাজার যেতে সময় লাগবে মাত্র ১ঘন্টা ১০মিনিট। এতে উচ্চোসিত ভ্রমন পিয়াসু যাত্রীরা। নগর বাসীর দাবী এতে পর্যটন খাতকে আরো বিকোসিত করবে।।