অদ্য সকাল ১১ ঘটিকার সময় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিবেশ রক্ষা,নিরাপত্তা ও দালালদের দৌরাত্ম ঠেকাতে রংপুর মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জনাব,আশিকুর রহমানের নির্দেশে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প ইনচার্জ,পিসি মাহাবুবুর রহমান ও তাঁর সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন।

 অভিযানের সময় বেশ কিছু ভ্রাম্যমান দোকান উচ্ছেদ করে তাদের বিভিন্ন মালামাল ইনচার্জ মাহবুবুর রহমানের জিম্মায় ক্যাম্পে রেখে দেন। এ সময় বেশ কয়েকজন দালাল ও বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিকে সতর্ক করে ছেড়ে দেন। হঠাৎ করে এই প্রতিনিধির চোখে পড়ে,মেডিকেলের পরিচালক কিছু পরিচ্ছন্ন কর্মী নিয়ে নিজেই ক্যাম্পাসের ভিতরে পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করছেন। আজকের উচ্ছেদ অভিযান ও পরিছন্নতার বিষয়ে এই প্রতিনিধিকে হাসপাতাল পরিচালক বলেন,আমাদের কার্যক্রম মেডিকেল কে দালাল মুক্ত করবার অভিযান।আমি আউটডোর এবং ইনডোর সব জায়গায় অভিযান পরিচালনা করছি।যাতে করে,রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালকে সম্পূর্ণরূপে দালাল মুক্ত করতে পারি।আমাকে সহযোগিতা করবেন। এ বিষয়ে অত্র মেডিকেল আনসার ক্যাম্প ইনচার্জ মাহাবুবর রহমান এই প্রতিনিধিকে জানান,আমি ও আমার ফোর্স সংখ্যা চাহিদার তুলনায় কম থাকা স্বত্বেও আমার পরিচালক স্যারের নির্দেশে সর্বাত্মক চেষ্টা করছি মেডিকেলের ভিতরে অবৈধ দোকান উচ্ছেদ করে পরিবেশ ফিরিয়ে আনবো এবং ক্যাম্পাস কে দালাল মুক্ত করব।আমার চেষ্টা অব্যাহত আছে এবং থাকবে।