সামাজিক উন্নয়ন ও নিরাপত্তার অঙ্গীকার" এই মূল স্লোগানকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ ও সামাজিক কল্যাণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের নির্দেশনায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায়, কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের দক্ষিণ গোপাল রায় আনসার ও ভিডিপি সমবায় সমিতির ৮ শতাংশ জমিতে রোপণ করা হয়েছে ৮০টি মেহগনি গাছ। পাশাপাশি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের পাশে ১০টি নিম গাছ এবং আনসার ও ভিডিপির ভাতাভুক্ত সদস্য ও সদস্যাদের মাঝে ৩০টি বিভিন্ন জাতের ফলজ গাছ বিতরণ করা হয়।

বৃক্ষরোপণ শেষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে বৃক্ষরোপণের গুরুত্ব, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সামাজিক সচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় কালীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বিরোজিনী রায়, উপজেলা প্রশিক্ষক মো: নাঈম ইসলাম, ভাতাভুক্ত সদস্য-সদস্যাসহ স্থানীয় ক্লাব ও সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় আনসার ও ভিডিপি বাহিনী আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।