কিশোরগঞ্জে করিমগঞ্জের গুণধর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার বদলি জনিত বিদায় সংর্বধনা অনুষ্ঠিত হয়েছে।রবিবার,(১৭ আগস্ট)দুপুর ১২ টার দিকে গুণধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে গুণধর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গুণধর ইউপির প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামালকে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।গুণধর ইউপির চেয়ারম্যান আবু ছায়েম রাসেল ভূঁইয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য হোসনা আক্তার,মহিলা ইউপি সদস্য সুহিলা আক্তার,মহিলা ইউপি সদস্য হালিমা আক্তার,ইউপি সদস্য বাদল ভূঁইয়া, গুণধর ইউপি সদস্য মিলন মিয়া,ইউপি সদস্য ফাইজুল ইসলাম হাইয়ুল,ইউপি সদস্য আবু জুনায়েদ বাচ্চু,ইউপি সদস্য আজহারুল ইসলাম বকুল,ইউপি সদস্য চাঁন মিয়া,ইউপি সদস্য মাহবুবুর রহমান মিলন,ইউপি সদস্য শাহাব উদ্দিন প্রমুখ।