লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন ছোট বিল, নদী , দোলা গুলোতে রেণু জাতীয় মাছ শিকারে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী জাল। বিল ও দোলা গুলোতে বিভিন্ন প্রবেশদ্বার দিয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে । কিন্তু প্রবেশদ্বার মুখগুলো চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল দিয়ে ছোট মাছ শিকার করছে অবাধে। বর্ষার পানি প্রবেশ করতে না করতেই অসাধু জেলেরা কারেন্ট ও চায়না দুয়ারী জাল ব্যবহার করে ছোট রেনুপোনা গুলো শিকার করছে। তাছাড়া দেশীয় জাতীয় মা মাছের ডিম ছাড়ার উপযুক্ত সময় এখন কিন্তু বিলের প্রবেশের পূর্বে সেই মাছগুলো নিধন করছে তারা। এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার সাথে কথা বললে তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি।
আগামী ২৪ শে জুলাই শুরু হবে জাতীয় মৎস্য সপ্তাহ । মৎস্য সপ্তাহ শুরুর সাত দিন পূর্ব থেকে ব্যাপক প্রচার প্রচারণা এবং মাইকিং করার প্রয়োজন। কিন্তু এমন প্রচারণা লালমনিরহাট সদর উপজেলায় লক্ষ্য করা যায়নি ।