ঢাকার বিনোদন জগতে নতুন এক অধ্যায় শুরু করেছেন জনপ্রিয় মডেল ও ছোট পর্দার অভিনেত্রী শাকিলা পারভীন। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীতে পারিবারিক সম্মতিতে জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন তিনি। বর আরবিন খান সোহান, যিনি বাংলাদেশ বিমানে কর্মরত।
শাকিলা পারভীন নিজেই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক অবশেষে পরিণতি পেয়েছে বিবাহের বন্ধনে। শাকিলা বলেন, “সোহানের সঙ্গে আমার পরিচয় প্রায় ৮ বছর আগে। আমাদের বন্ধুত্বের সম্পর্ক ছিল, যা দুই পরিবারই জানতেন। রোববার দু’পরিবার মিলে বাগদানের কথা ভাবলেও সন্ধ্যায় হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নেয়া হয়।”
শাকিলা ও সোহানের সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে বেশ কিছু জল্পনা-কল্পনা ছিল। তবে শাকিলা স্পষ্ট করে জানিয়েছেন, এই সম্পর্ককে তিনি প্রেম বলতে নারাজ। তার ভাষায়, “আমাদের সম্পর্ক ছিল গভীর বন্ধুত্বের, তবে সেটা কখনো প্রেমের জায়গায় যায়নি।”
শাকিলা পারভীন ২০১৮ সালে মিউজিক ভিডিওতে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। এরপর থেকেই ছোট পর্দায় নিজের প্রতিভার ছাপ রাখতে শুরু করেন। বিশেষ করে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে ‘সেম সেম বাট ডিফারেন্ট’ নাটকে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন।
এছাড়া ‘বিয়ে বাড়ির রং ঢং’, ‘নানি বাড়ির স্মৃতি’ ও ‘আজ তামিমের বিয়ে’ সহ বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে তার অভিনয় দর্শকদের হৃদয় জয় করেছে। শুধু নাটকেই নয়, ‘তোর মন পাড়ায়’, ‘সোনা বন্ধুরে’, ‘ঝাকানাকা’, ‘লাগে না লাগে না ভালো’সহ বিভিন্ন মিউজিক ভিডিওতেও শাকিলার সাবলীল অভিনয় তাকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে।
বিয়ের খবর ছড়িয়ে পড়তেই শাকিলার ভক্ত, সহকর্মী ও শোবিজ অঙ্গনের তারকারা নতুন দম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। ভক্তরা শাকিলা ও সোহানের নতুন জীবনের সুখ-শান্তি ও সফলতা কামনা করেছেন।
জীবনের এই নতুন অধ্যায়ে পা রেখে শাকিলা পারভীন তার কর্মজীবন এবং ব্যক্তিজীবনের মধ্যে সুন্দর ভারসাম্য রেখে চলবেন, এমনটাই প্রত্যাশা করছেন তার শুভাকাঙ্ক্ষীরা।
বন্ধুত্ব থেকে বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়া শাকিলা ও সোহানের জীবনের এই নতুন যাত্রা শুভ ও মঙ্গলময় হোক, এমনটাই সবার প্রত্যাশা। শোবিজ অঙ্গনে সাফল্যের পর ব্যক্তিগত জীবনেও শাকিলা খুঁজে পেয়েছেন তার পরিপূর্ণতা।