অর্থনৈতিক শুমারীর প্রশিক্ষণ প্রদর্শনে জেলা পরিসংখ্যান কর্মকর্তা

অর্থনৈতিক শুমারী ২০২৪ উপলক্ষে চলমান চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে পরিদর্শনে এসেছেন জেলা পরিসংখ্যান অফিসের উপ পরিচালক মোঃ নুর উজ জমান।সোমবার (৯ ডিসেম্বর) বিকালে জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মোঃ নুর উজ জমান রাজস্থলী উপজেলায় চলমান দুটি জোনের প্রশিক্ষণ পরিদর্শনে আসেন।আগামী ১০-২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া অর্থনৈতিক শুমারী ২০২৪ উপলক্ষে দেশের প্রতিটি উপজেলার ন্যায় রাজস্থলীতেও সুপারভাইজার এবং শুমারীকর্মীদের চলমান চার দিনব্যাপী প্রশিক্ষণ গত ৬ ডিসেম্বর শুরু হয়ে ৯ ডিসেম্বর সমাপ্ত হয়।রাজস্থলী উপজেলাকে দুটি জোনে ভাগ করে এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করা হয়। জোন ১ হিসেবে বাঙ্গালহালিয়া এবং গাইন্দ্যা ইউনিয়ন এবং জোন ২ হিসেবে ঘিলাছড়ি ইউনিয়নকে ভাগ করে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। জোন ১ এ প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা পরিসংখ্যান অফিসের জোনাল অফিসার সুবর্ন সাহা এবং জোন ২ এ প্রশিক্ষণ প্রদান করেন জোনাল অফিসার মোঃ শাহজাহান। প্রশিক্ষণ পরিদর্শনকালে জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মোঃ নুর উজ জমান এই কার্যক্রমকে গতিশীল এবং নির্ভুল করার জন্য উপজেলার সকল সুপারভাইজার এবং শুমারীকর্মীদের সঠিকভাবে তথ্য সংগ্রহ করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।