অস্ট্রেলিয়ার সিডনিতে গাড়িচাপায় লক্ষ্মীপুরের রায়পুরের বাসিন্দা মো. ইসমাইল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন

অস্ট্রেলিয়ার সিডনিতে গাড়িচাপায় লক্ষ্মীপুরের রায়পুরের বাসিন্দা মো. ইসমাইল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (৬ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টার দিকে সিডনি শহরে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইসমাইল হোসেন রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খাজুরতলা এলাকার আমানত উল্লাহর ছেলে। নিহত ইসমাইল হোসেনের চাচাতো ভাই শরীফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসমাইল তার ঢাকার মিরপুরের এক বন্ধুকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনি শহরের কাছাকাছি বাসার সামনে ড্রাইভিং চালানো শিখছিলেন। এ সময় বন্ধু গাড়ি চালাচ্ছিলেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ইসমাইলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। তিনি আরও বলেন, নিহত ইসমাইল প্রায় এক বছর আগে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ার সিডনি শহরের ইউটিসি বিশ্ববিদ্যালয় ও টেকনোলোজিতে যান। দেড় মাস আগে ছুটি কাটিয়ে অস্ট্রেলিয়ায় যান। তার লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে।