অস্ট্রেলিয়ার তারকা নারী ক্রিকেটার অ্যাশলে গার্ডনার সম্প্রতি তার দীর্ঘদিনের সঙ্গী মনিকা রাইটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন

অস্ট্রেলিয়ার তারকা নারী ক্রিকেটার অ্যাশলে গার্ডনার সম্প্রতি তার দীর্ঘদিনের সঙ্গী মনিকা রাইটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের এই আনন্দঘন মুহূর্তটি গার্ডনারের ভক্ত ও সতীর্থদের মাঝে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাসের সৃষ্টি করেছে।

গার্ডনার ও মনিকার সম্পর্কের শুরু ২০২১ সালে। তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ও ভালোবাসার বন্ধন সময়ের সাথে আরও দৃঢ় হয়েছে। অবশেষে ২০২৪ সালের এপ্রিলে এই যুগল তাদের বাগদানের ঘোষণা দেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর ২০২৫ সালের এপ্রিল মাসে তারা ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন করেন।
বিয়ের অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট দলের অনেক সদস্য যেমন অ্যালিসা হিলি, এলিস পেরি, ফোবি লিচফিল্ড এবং কিম গার্থ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ছিল অত্যন্ত ব্যক্তিগত এবং হৃদয়গ্রাহী।
মনিকা রাইট সম্পর্কে বিস্তারিত ব্যক্তিগত তথ্য খুব একটা প্রকাশিত না হলেও জানা যায়, তিনি একজন অন্তর্মুখী স্বভাবের মানুষ এবং অ্যাশলের জীবনে একান্ত আপনজন। গার্ডনারের ক্রিকেট ক্যারিয়ারের পেছনে মনিকার প্রেরণা ও সমর্থন বিশেষ ভূমিকা রেখেছে।
অ্যাশলে গার্ডনার বর্তমানে অস্ট্রেলিয়া নারী দলের একজন গুরুত্বপূর্ণ অলরাউন্ডার এবং উইমেনস প্রিমিয়ার লিগে (WPL) গুজরাট জায়ান্টস দলের অধিনায়ক। তার এই নতুন জীবনের অধ্যায়ে তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন অসংখ্য ক্রিকেটপ্রেমী। অস্ট্রেলিয়া উইমেন্স ক্রিকেট টিমের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে তাদেরকে অভিনন্দন জানানো হয়েছে!