তিনি আরো জানান, আটককৃত রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)। গত শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্যাম্প-৮ ওয়েস্টে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি হলেন,আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ জুনায়েদ (১৯) সে ক্যাম্প-৮ ওয়েস্টের-১৮ ব্লকে বসবাস করতেন।১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে ক্যাম্প-৮ ওয়েস্টের -১৮ ব্লকে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

সে সময় তার দেওয়া তথ্য মতে তল্লাশি করে- ১টি ওয়ান শুটারগান, ৭টি রিভলবারের গুলি, ৪টি শটগানের কার্তজ, ১৩টি ফায়ার রাইফেলের গুলি,১৯টি রাইফেলের গুলির খোসা উদ্ধার করা হয় হয়। তিনি জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৮ ওয়েস্টের আই-১৮ ব্লকে অভিযান পরিচালনা করে আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ জুনায়েদকে (১৯) গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তল্লাশি করে ১টি ওয়ান শুটারগান,৭টি রিভলবারের গুলি, ৪টি শটগানের কার্তুজ, ১৩টি ফায়ার রাইফেলের গুলি, ১৯টি রাইফেল গুলির খোসা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটককৃত রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।