ভোলার ইলিশা লঞ্চ ঘাটে অ‌রি‌তিক্ত যাত্রী বোঝাইয়ের অ‌ভি‌যো‌গে দুই ল‌ঞ্চ ও অ‌তি‌রিক্ত টি‌কি‌টের দাম নেওয়ায় ইজারাদা‌রের জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। এদের ম‌ধ্যে ভোলার ইলিশা-ঢাকা রু‌টে চলাচলকারী লঞ্চ দো‌য়েল পা‌খি-১০ ও ইলিশা-মজু‌চৌধুরীহা‌ট রু‌টের সী ট্রাক খি‌জিড়-৫ এর ৩০ হাজার ক‌রে মোট ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

অপর‌দি‌কে ইলিশা ঘা‌টের ৫ টাকার টি‌কি‌টের প‌রিব‌র্তে যাত্রী‌দের কাছ থে‌কে ১০ টাকা আদ‌ায় করার অ‌ভি‌যোগ লঞ্চঘা‌ট ও সী ট্রাক ঘা‌টের ইজারাদা‌রের ১০ হাজার  জ‌রিমানা করা হয়।

আজ র‌বিবার দুপু‌রের দি‌কে ভ্রাম‌্যমান আদাল‌তের ম‌াধ‌্যমে এই জ‌রিমানা ক‌রেন সদর উপ‌জেলার সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মো: আহসান হা‌ফিজ।

তি‌নি জানান, ঈদের ছু‌টি শে‌ষে ঢাকা ও চট্টগ্রামসহ বি‌ভিন্ন জেলায় লঞ্চ এবং সী ট্রা‌কে ক‌রে কর্মস্থ‌লে ফের‌ছেন মানুষ। এসময় অ‌তি‌রিক্ত যাত্রী বোঝাইয়ের দা‌য়ে দো‌য়েল পা‌খি-১০ ও সী ট্রাক খি‌জিড়-৫ ল‌ঞ্চে আটক ক‌রেন কোস্টগার্ড। এছাড়াও নির্ধা‌রিত টি‌কি‌টের দা‌মের চে‌য়ে বে‌শি দাম নেওয়া ইজারাদা‌রের প‌রিচালক‌দের আটক ক‌রেন কোস্টগার্ড। প‌রে আমি তা‌দের ভ্রাম‌্যমান আদাল‌তের মাধ‌্যমে জ‌রিমানা ক‌রে