দেশের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান ও সম আশ্রয় লাভের অধিকারী। আইনের আশ্রয় লাভের অধিকার রাষ্ট্রের সকল নাগরিকের সাংবিধানিক অধিকার। উক্ত অধিকার প্রতিষ্ঠার জেলা লিগ্যাল এইড কমিটি কাজ করছে।আজ সোমবার ২৩ ডিসেম্বর বিকাল ৪:০০ ঘটিকায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলাম।জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) জনাব রূপন কুমার দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, ডেপুটি সিভিল সার্জন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিজ্ঞ জেলা পিপি অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, বিজ্ঞ মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুর রহমান প্রমুখ। সভায় জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রামে তিন মাসের ইন্টাণশীপের সফল সমাপ্তিতে আইনের দু’জন ছাত্র-ছাত্রী কে সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়।