ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির ও ময়মনসিংহ-৪ সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী কামরুল আহসান এমরুল বলেছেন-চাঁদাবাজ-লুন্ঠনকারীদের আর ক্ষমতায় আনা যাবে না।যদি কেউ লুন্ঠনকারী,চাঁদাবাজ ও ক্ষমতার অপব্যবহার করে তাকে বর্জন করা দরকার বলে উল্ল্যেখ করে তিনি বলেন- ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেলকে বিজয়ী করে শিক্ষার্থীরা দেশবাসীকে বুঝিয়ে দিয়েছে আগামীতে দেশ ও জাতির উন্নয়নে ইসলামি দল হিসাবে জামায়াতের বিকল্প নেই। তিনি বলেন, আমরা একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চাই। যেখানে সকল ধর্মের মানুষ সমানভাবে যোগ্যতার সাথে সুখে বসবাস করতে পারবে। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। স্বৈরাচার ও দুরাচার দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই ও আন্দোলন একসাথে চলবে।
বুধবার (১০ সেপ্টেম্বর) ময়মনসিংহ নগরীর ছোট বাজার এলাকায় গনসংযোগকালে সাধারণ মানুষের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন-জনগণের মনের আকাঙ্ক্ষা,বাংলাদেশ জামায়াতে ইসলামী একবার রাষ্ট্র ক্ষমতায় আসুক। সাধারণ মানুষ সব দলকে দেখেছে, এবার জামায়াতের রাষ্ট্র পরিচালনা কেমন হয় তা দেখতে চায। ডাকসু নির্বাচন তার একটি দৃষ্ঠান্ত। আল্লাহ যেন জনগণের মনের আশা কে পূরণ করেন! আমিন।
তিনি আরো বলেন, আল্লাহর দরবারে লাখো লাখো শুকরিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের ছাত্রশিবিরের নেতৃবৃন্দকে বিজয়ী করেছেন। আমরা প্রত্যাশা করছি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আমাদের এই বিজয়ের ধারা অব্যাহত থাকবে।
এ সময় তিনি স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। তিনি বলেন, জনগণের পাশে থেকে তাদের অধিকার প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারবদ্ধ। এ ধরনের গনসংযোগের মাধ্যমে তিনি জনসম্পৃক্ততা বৃদ্ধির পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে নিজের পরিকল্পনার কথাও তুলে ধরে তিনি ময়মনসিংহ সদর বাসীর উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ আমাদের প্রিয় দেশ। আমরা আমাদের প্রিয় দেশকে ভালোবাসি। প্রতিটি ধুলাকণাকে ভালোবাসি। এদেশের দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে ভালোবাসি। আল্লাহ তার সৃষ্টজীবদের মধ্য থেকে আমাদের বানিয়েছেন সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে। যুগ যুগ ধরে দশ মত নির্বিশেষে আমরা প্রিয় দেশে বসাবস করে আসছি। পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাস করা আমাদের সকলের আকাঙ্খা। সেই আকাঙ্খা পূরণে জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে এবং থাকবে।