হবিগঞ্জের আজমিরীগঞ্জ শতবছরের অধিক পুরনো শনি মেলা বন্ধ হলেও ধর্মীয় রীতি অনুযায়ী পূজা হয়েছিলো। আজমিরীগঞ্জের মধ্যে  সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে ঐতিহ্যবাহী মেলা।এই শনির মেলায় হাজার নারী পুরুষের ভিড় জমে।সনাতন ধর্মাবলম্বীরা সর্বপ্রথম শনির মেলায় শনিদেবের মন্দিরে পূজো দেয়, তারপর ধর্মীয় আচারে  পালন করার পর,মেলাতে আসে।পূর্বে আজমিরীগঞ্জ ঐতিহ্যবাহী শনির মেলায় শিশুদের খেলনা,মেয়েদের সাজ্ব সজ্জার অলংকারসহ যাবতীয় দ্রব্য,মাটির কারুশিল্পীর তৈরী জিনিস পত্র,রান্নার জিনিসপত্র, মিষ্টি, ওকড়া, ফলের দোকান, ছোটদের নাগরদোলা, বায়স্কোপ, ঘোড়াদৌড়সহ নানা আকর্ষণীয় প্রর্দশন করা হতো। শনির মেলা বিশেষ করে বিকেল বেলায় জমজমাট হতো। হিন্দু, মুসলিম সবার সহযোগিতায় মেলা সুন্দরভাবে পরিচালিত হতো।গতকাল শনির মেলায় শুধু সনাতন ধর্মাবলম্বীদের রীতিতে পূজা হয়েছে, কিন্তু মেলার আয়োজন হয়নি। ছোট পরিসরে কিছু মেলার দোকান পাট ছিলো,তবে পূর্বে মেলার মতো এতো দোকানপাট বসেনি। এই দীর্ঘ বছরের পুরনো ঐতিহ্য মেলা বন্ধ হওয়ায় জনমনে আলোচনা সমালোচনার ঝড় বইছে।