হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে উৎসব আমেজের সৃষ্টি হয়েছে।দীর্ঘ ১৭ বছর পর হতে চলেছে আজমিরীগঞ্জ পৌর বিএনপির নির্বাচন।আগামীকাল ১২ ই ফেব্রুয়ারি রবিবারে আজমিরীগঞ্জ পৌর বিএনপির সম্মেলনে ৫ পদে ১১ জন প্রার্থী লড়ছেন।আজমিরীগঞ্জ পৌর বিএনপির নির্বাচনে দুই নেতার প্যানেলে চলছে প্রার্থীদের দৌড়ঝাঁপ।ডাঃসাখাওয়াত হাসান জীবন এবং আহমেদ আলী মুকিব দুই গ্রুপে বিভক্ত। দুই গ্রুপের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই ও প্রতিযোগিতা।
আজমিরীগঞ্জ পৌর বিএনপির নির্বাচনে ভোট গ্রহন শুরু হবে আগামীকাল সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত শহীদ মিনার সংলগ্ন  বিআইডব্লিউটিএ ভবনে। 
 হার জিতের পরিসংখ্যান বুঝা ঝাবে ১২ ই ফেব্রুয়ারি বুধবার নির্বাচনের পর।

আজমিরীগঞ্জ পৌর বিএনপির নির্বাচনে সভাপতি পদে ৩ জন,সাধারণ সম্পাদক পদে ২ জন,সহ সভাপতি পদে ২ জন,সহ সাধারণ সম্পাদক পদে ২ জন,সাংগঠনিক সম্পাদক পদে ২ জন,মোট ১১ জন প্রার্থী।  
নির্বাচনে প্রার্থীরা হলেন সভাপতি পদে ১।মোঃফজলু মিয়া,চেয়ার মার্কা, ২/মোঃ নেকদার আলী,আনারস,৩;মোঃসত্তর মিয়া,ছাতা,
সহ সভাপতি পদে লড়ছেন ১ / রাজু নাগ,মগ,২ মোঃ জাহাঙ্গীর আলম, তালা,
সাধারণ সম্পাদক পদে লড়ছেন ১/ মোঃ কুতুব উদ্দিন, মাছ, ২/মোঃ শাহিদূল ইসলাম,হরিন,
সহ সম্পাদক পদে১/ মোঃ নাইম আলম,কলসী, ২/রাজীব আহমেদ আম, সাংগঠনিক সম্পাদক পদে ১ /মোঃ আরফান আলী,মাইক,২/মোঃ মিটন মিয়া,মোটরসাইকেল প্রতীকে লড়ছেন।
এই বিষয়ে বিএনপি নেতা রাজু নাগ বলেন,আমাদের প্যানেলের যথেষ্ট জনমত রয়েছে, আমাদের লক্ষ্য পৌর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে আমাদের যা যা করনীয় করবো।
আজমিরীগঞ্জ পৌর বিএনপি সভাপতি প্রার্থী মোঃ ফজলু মিয়া বলেন,আমাদের নির্বাচনের পরিবেশ ভালো কোন ধরনের বিশৃঙ্খলা নেই, আমরা প্যানলে দাঁড়িয়েছি, ভোটের মাধ্যমে জয়যুক্ত হলে, জনগনকে পাশে রেখে উন্নয়নমূলক কাজ করবো।

আজমিরীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদ প্রার্থী, মোঃ কুতুব উদ্দিন জানান,নির্বাচন পরিবেশ সুষ্ঠু ও সুন্দর পরিবেশ রয়েছে। আমরা প্যানেল যদি বিজয় লাভ করি তাহলে সন্ত্রাস,চাঁদাবাজি যেন না হয় সেদিকে খেয়াল রাখবো।

এই বিষয়ে পৌর  বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক  খালেদুর রশীদ ঝলক বলেন,আজমিরীগঞ্জ পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক বলেন,
ফ্যাসিস্ট সরকারের আমলে ৩বার সম্মেলনে তারিখ ঘোষনা করা হলেও নেতাকর্মীদের উপর মামলা, নির্যাতন, গ্রেফতার সহ বিভিন্ন পরিস্থিতি কারণে কাউন্সিল করা সম্ভব হয়নি। বর্তমান সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গনতান্ত্রিক আন্দোলনকে চুড়ান্ত লক্ষ্যে পৌঁছনোর জন্য সংগঠনকে শক্তিশালী করার বিকল্প নেই। সেই লক্ষ্যে আজমিরীগঞ্জ পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল  আয়োজন করা হয়েছে।
দীর্ঘদিনের প্রতীক্ষিত এই পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে। কেন্দ্রীয় বিএনপির নেতাদের উপস্থিতিতে এক উৎসব মুখর পরিবেশে সম্মেলন ও কাউন্সিল অনুষ্টিত হবে।
 ইনশাআল্লাহ ওয়ার্ড পর্যায়ের তৃণমূলের নেতাকর্মীদের ভোটে আগামীর নেতৃত্ব সৃষ্টি হবে।